রাজনীতি

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:০৭ আপডেট : ২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৩৪

বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ও এম. আকবর আলী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান, জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর এম. এ. মুহিত, জেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমান লেবু, মো. মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার, রকিবুল করিম পাপ্প, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, অধ্যাপক আবু শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা।

নতুন কমিটি আগামী সম্মেলন সফল করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।