সারাদেশ

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে গুলিবর্ষণ

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে গুলিবর্ষণ

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৩৫

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সীমানা প্রাচীরের বাইরে থেকে কার্যালয়ের দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের ফলে কেউ হতাহত না হলেও, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। গুলির ঘটনা ঘটার সময় কার্যালয়ের প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল।

খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, পুলিশ এখন পর্যন্ত এই গুলির ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিহাবুর রহমান এবং কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বেলা ১১টা থেকে কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল। দুপুর ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে এলোপাথাড়ি গুলি করে। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে দুর্বৃত্তরা গুলি করে আবার ওই দিক দিয়েই পালিয়ে যায়, ফলে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের অনুষ্ঠান চলাকালীন গুলির ঘটনা ঘটেছে, এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আমরা এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, দুপুর ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে গুলি করে পালিয়ে যায়। কী কারণে এটি ঘটেছে এবং কে বা কারা এটি ঘটিয়েছে, তা জানি না। তবে, এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, দুপুরে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং পুলিশের কয়েকটি টিম কাজ করছে। যারা এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।