অপরাধ

ঠাকুরগাঁওয়ে ২৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ২৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১লা ফেব্রুয়ারি) উপজেলার ০৯ নং সেনগাও ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকায় পীরগঞ্জ থানা পুলিশ এই বিশেষ অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উপদইল মধ্যপাড়া এলাকার মৃত চয়েন মোহাম্মদের ছেলে ফেরদৌস আলম (২২) এবং দস্তমপুর গোয়ালপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে ফয়জুল ইসলাম ওরফে গোয়াল (৩৫)।

থানা সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পীরগঞ্জ থানার চৌকস টিম কর্তৃক ফকিরগঞ্জ এলাকায় ফয়জুল ইসলাম ও ফেরদৌস আলমকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।