পিরোজপুরের নেছারাবাদে কথিত প্রেমিকের বাড়ির পাশের আমড়াগাছ থেকে মিম আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সোহাগদল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ কথিত প্রেমিক নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মিমের মা নারগিস আক্তার জানান, মিমকে বিয়ের প্রলোভন দিয়ে স্বামীর সংসার থেকে নুরুল আমীন ডিভোর্স করিয়েছিল। পরে তাকে বিয়ে করতে চাচ্ছিল না। শনিবার মিম ওই ছেলের বাড়িতে গেলে সকালে জানতে পারি, মিম নাকি আত্মহত্যা করেছে।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে।
মিমের নানি ফরিদা বেগম বলেন, আমার নাতনির তিন বছর আগে বিয়ে হয়েছে এবং তার দুই বছরের একটি সন্তান রয়েছে। মিমকে তার স্বামী প্রায়ই মারধর করত, যার ফলে সে আমাদের বাড়িতে চলে আসেছিল। নুরুল আমীন নামের এক যুবক তাকে ভালোবাসত। মিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার থেকে ছাড়াতে সহায়তা করেছে। পরে নুরুল আমীন বিয়ের জন্য রাজি হচ্ছিল না। বিয়ের দাবিতে মিম সোহাগদল গ্রামের নুরুল আমীনের বাড়িতে যায়, এবং তারা মিমকে অত্যাচার করে মেরে ফেলেছে।
ঘটনার পর থেকে নুরুল আমীন পলাতক থাকায় তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, মিমের লাশ নেছারাবাদ হাসপাতাল থেকে আনা হয়েছে। আমরা প্রাথমিকভাবে জানছি, এটি প্রেমঘটিত বিষয়। তবে প্রথম দৃষ্টিতে এটি আত্মহত্যা মনে হচ্ছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল আমীনকে আটক করা হয়েছে। লাশ পিরোজপুর মর্গে পাঠানো হচ্ছে। তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মতামত