খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ স্লোগানে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয়ের আয়োজনে এবং রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আফিয়া আখতার'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান।
এ সময় নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রকিবুল হাসান ইবনে রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পারভেজ রায়হান বলেন, অতিপুষ্টি বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা শরীরে নানা রোগের জন্ম দিচ্ছে। তিনি সবাইকে প্যাকেটজাত খাবার পরিহার এবং সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নিরাপদ খাবার প্রস্তুত করতে হবে। আমরা একে অপরের সহযোগিতায় এই সমস্যা সমাধান করতে পারি।
মতামত