সম্প্রীতির মিছিলে বান্দরবান এই শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সমাপ্তি হলো উপজেলা ভিত্তিক ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে ও বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ভলিবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার বিতরণ করেন সেনা জোনের কমান্ডার লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মো. রফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক থুইসিং প্রু লুবু সহ স্থানীয় হেডম্যান, কারবারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের ভলিবল টুর্নামেন্টে বান্দরবানের ৭ উপজেলার ১১টি টিম অংশ নেয়, যার মধ্যে ২টি নারী ভলিবল টিমও ছিল। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন বান্দরবান সদরের লাইমী পাড়া ও আলীকদম দূরন্ত চৌমুহনী ভলিবল টিম। চ্যাম্পিয়ন হয় আলীকদম দূরন্ত চৌমুহনী দল। অন্যদিকে নারীদের খেলায় বান্দরবান সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুলিশ দল।
দীর্ঘদিন পর জমজমাট আয়োজনে এমন প্রাণবন্ত খেলায় ক্রীড়াবিদদের পাশাপাশি আয়োজক ও দর্শকরা খুশি হন।
মতামত