জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুনের হঠাৎ বদলির প্রতিবাদে স্থানীয় ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলাবাসীর আয়োজনে “আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ঘৃণ্য চক্রান্ত রুখে দাও, ভীতিকর এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে” শিরোনামে ব্যানারে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে প্রধান সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা জানান, ৫ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি শাহেদ আল মামুন পারিবারিক কলহসহ বিভিন্ন ঘটনায় মামলা না করে থানায় নিষ্পত্তি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ভূমিকা, হত্যা মামলার আসামি আ.লীগের শীর্ষ নেতাদের গ্রেফতার, চুরি, ডাকাতি, ছিনতাই ও খুন রহস্য দ্রুত উদঘাটন করে এবং আসামি গ্রেফতার করে জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনেন। এ কারণে তাদের দাবি, ওসির বদলি আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হোক।
এ সময় জরুরি পরিসেবা নিয়োজিত পরিবহন ব্যতীত সড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং তাদের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ উঠে যায়।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, যদি তাদের দাবি না মানা হয়, তবে তারা কঠোর আন্দোলন করবেন।
মতামত