অপরাধ

সালথায় ছিনতাইয়ের সময় গণধোলাই, তিন আসামি আটক

সালথায় ছিনতাইয়ের সময় গণধোলাই, তিন আসামি আটক

ছবি : সালথায় জনতার হাতে তিন ছিনতাই চক্র আটক, পরে পুলিশে সোর্পদ


প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৩৬ আপডেট : ২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৩৮

ফরিদপুরের সালথা উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন তিন ছিনতাইকারী। 

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় সালথা-ফরিদপুর সড়কে ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহায়তায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়। 

আটক ছিনতাইকারীরা হলেন, রাজশাহীর বেলপুকুর উপজেলার জয়পুর উত্তর জামিরা গ্রামের ইয়াকুব আলীর ছেলে বিপ্লব আলী (৩৫), সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের নুরুদ্দিন মোল্যার ছেলে আব্দুল আজিজ মোল্যা (৩৫) এবং সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের আহাদ আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় তিন ছিনতাইকারীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি ইজিবাইক উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।