সারাদেশ

সন্দ্বীপে আলহাজ্ব জহিরুল হক শাহ্ ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন

সন্দ্বীপে আলহাজ্ব জহিরুল হক শাহ্ ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:২০

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব জহিরুল হক শাহ্ ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার উদ্বোধন করেন ইয়ুথ গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান ও ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার চেয়ারম্যান ড. আবুল কাশেম হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও পূর্ব সন্দ্বীপ ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন। মাদ্রাসার পরিচালক শরিফ মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজির আহম্মেদ, সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম হালিম উল্লাহ, ইউএসএ প্রবাসী বিশিষ্ট ব্যাংকার শফিকুল আলম, ডা. আহমদ উল্লাহ সালেহ, আল জাদিদ মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য আসিফ আকতার।

এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শামসুদ্দিন, মাস্টার নিজাম উদ্দিন, বিএনপি নেতা তফসিরুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম শিহাবসহ আরও অনেকে।

বক্তারা মাদ্রাসার উদ্বোধনকে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন,এই মাদ্রাসা শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদান করবে এবং নৈতিক শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে।