সারাদেশ

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:১৮

খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্তের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

সেমিনারে বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি নিশ্চিত করতে হলে সবার সচেতনতা এবং প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।