শিক্ষাঙ্গন

বাসের সিট নিয়ে ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

বাসের সিট নিয়ে ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসের সিট নিয়ে আইন ও আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে অনুষদ ভবনের সামনে এ সংঘর্ষ হয়, যেখানে উভয়পক্ষের শিক্ষার্থী ছাড়াও প্রক্টরিয়াল বডির সদস্য, নিরাপত্তা কর্মকর্তা ও শিক্ষকেরা আহত হয়েছেন।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরা ‘সানন্দা’ ডাবল ডেকার বাসে আল-ফিকহ বিভাগের তিন শিক্ষার্থী তাদের সঙ্গীদের জন্য ‘জ্যাকেট’ দিয়ে দুটি সিট সংরক্ষণ করেন। পরে আইন বিভাগের শিক্ষার্থী সুমন অভ্র সেই সিটে বসতে চাইলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনায় সুমন আহত হন।

সুমন ঘটনার কথা প্রক্টরকে জানালে রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসে পৌঁছানোর পর প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আইন বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকে বাস আটকিয়ে বিক্ষোভ শুরু করে এবং বাসের সামনের গ্লাস ভাঙচুরের অভিযোগ উঠে। পরে আল-ফিকহ বিভাগের শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টায় প্রক্টরিয়াল বডি উভয় বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে। সমঝোতা হওয়ার পর শিক্ষার্থীরা ফেরার সময় আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী আল-ফিকহ বিভাগের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বললে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আইন বিভাগের এক শিক্ষার্থী প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানকে ধাক্কা দিলে সংঘর্ষ শুরু হয়।

এসময় ঝাল চত্বরে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, যেখানে উভয়পক্ষের কয়েকজন শিক্ষার্থী, প্রক্টর ও নিরাপত্তাকর্মীরা আহত হন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, আমরা সোমবার (২ ফেব্রুয়ারি) উভয়পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।