রাজনীতি

ছাত্র আন্দোলনের নেতারা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে: টিপু

ছাত্র আন্দোলনের নেতারা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে: টিপু

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:০৭ আপডেট : ১ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:১০

নাটোরের লালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন অপকর্ম করে তার দোষ বিএনপির ওপর চাপাচ্ছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সালামপুর ঈদগাহ মাঠে আরবাব ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম জালাল উদ্দিন মাস্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাইফুল ইসলাম টিপু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের বলতে চাই—তারা কেন বিভিন্ন দপ্তরে যায়? চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে বয়স্কভাতা, বিধবাভাতা সংগ্রহের নামে অনিয়ম করে, আর সেই দায় বিএনপির ওপর চাপিয়ে দেয়। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শ্রী বাবু রঞ্জিত কুমার সরকার। 

তিনি বলেন, হাসিনা একসময় বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল, আর এখন নিজেকে মোদীর হাতে সঁপে দিয়েছে।

সমাবেশে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্য শুরু করেন তাইফুল ইসলাম টিপু।

তিনি আরও বলেন, ফজলুর রহমান পটলের অবর্তমানে আমি উপজেলা বিএনপির পাশে দাঁড়িয়েছি। নির্যাতিত ও কারাবন্দি নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া, তাদের জামিনের ব্যবস্থা করা এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে আসছি।

বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে তিনি বলেন, তাকে পঙ্গু করার ষড়যন্ত্র করা হয়েছে। তারেক রহমানকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি একজন মানবিক নেতা। আমরা তার ৩১ দফা বাস্তবায়ন করবো।

তাইফুল ইসলাম টিপু আরও বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। প্রশাসনের প্রতিটি স্তরে আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। তাদের সরিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চাই।

এ সময় ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।