চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ড্রেনের পানিতে ডুবে নাঈম হাসান নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলিনগর ইউনিয়নের বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে নাঈম হাসান (২) বাড়ির পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ড্রেনে পড়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে ড্রেন থেকে উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী, যেন ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
মতামত