ময়মনসিংহে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবিরের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন পালপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে রব্বানীর গ্যারেজের পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর থেকে ৭৭৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক মো. আমিনুল কবির কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত