শিক্ষাঙ্গন

পদ ছাড়তে ইবি রেজিস্ট্রারকে ছাত্রদলের হুমকি, অফিস ভাঙচুর

পদ ছাড়তে ইবি রেজিস্ট্রারকে ছাত্রদলের হুমকি, অফিস ভাঙচুর

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৫১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রারকে পদ ছাড়তে হুমকি এবং তার অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

শনিবার বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান তার অফিসে নাস্তা করার সময় ছাত্রদলের ১০-১২জন নেতাকর্মী তার অফিসে ঢুকে তাকে খারাপ আচরণ ও উচ্চবাচ্য করেন। এ সময় রেজিস্ট্রারকে পরদিন থেকে অফিসে না আসতে হুমকি দেওয়া হয়। পরে তারা টেবিলের উপর থাকা নাস্তার কাপ-পিরিচগুলো ভেঙে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেজিস্ট্রারের অফিস ছাড়াও তারা পরীক্ষা নিয়ন্ত্রক দফতর, অর্থ ও হিসাব শাখার বিভিন্ন দফতরে গিয়ে হুমকি ও দরজা-জানালায় আঘাত করেন। তাদের মধ্যে রেজিস্ট্রারের সহধর্মিণী রুবিনা আক্তারের অফিসে না থাকায় তার চেয়ারটি টেবিলের উপর তুলে রেখে যান। এই ভাঙচুর ও হুমকি ছাত্রদলের সাহেদ আহম্মেদের নেতৃত্বে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ১০-১২ জন হঠাৎ রুমে ঢুকে আমাকে অশ্রাব্য ভাষায় বলে- ‘তুই এখনো এখানে বসে আছিস কেন?’ কালকেই এখান থেকে সরে যাবি। নাহলে পরিণতি আরও খারাপ হবে।

প্রকিউরমেন্ট এন্ড স্টোর শাখার উপ-রেজিস্ট্রার মীর মোর্শেদুর রহমান জানান, ছাত্রদলের নেতাকর্মীরা তার রুমের সামনে এসে চেঁচামেচি করেছেন এবং তাকে শাসিয়েছেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ এ বিষয়ে বলেন, আমরা রেজিস্ট্রারের অফিসে গিয়ে তার কাছে জানতে চেয়েছি, আওয়ামী দোসর হিসেবে কীভাবে এখনো পদে বহাল থাকে? আমরা ভাঙচুর করিনি।

ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ ঘটনায় মন্তব্য করতে না চেয়ে বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।