সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে তামাই সানফ্লাওয়ার একাডেমি স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তামাই স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সানফ্লাওয়ার একাডেমির সভাপতি হযরত আলী বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা। কুরআন তিলাওয়াতের পর জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ এবং বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।
এসময় প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, গ্রাম পর্যায়ের স্কুলে এত সুন্দর মনোমুগ্ধকর কুচকাওয়াজ, নিত্য প্রদর্শনী, এবং খেলাধুলা আগে কখনো দেখিনি। সানফ্লাওয়ার একাডেমির এই অনুষ্ঠান ঢাকা শহরের অনুষ্ঠানকেও হার মানিয়ে দিয়েছে।
তিনি অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের ধন্যবাদ জানান।
এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলায়মান হোসেন ফাউন্ডেশনের চেয়ারপারসন হাজী সোলায়মান হোসেন মোল্লা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি গনিত বিভাগের প্রভাষক মোছা: ফাতেমা আমিন আখি, তামাই অগ্রণী সংসদের সভাপতি মোঃ আব্দুল্লাহ মোল্লা, ঠাকুরগাঁও সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও সানফ্লাওয়ার একাডেমির প্রধান উপদেষ্টা জাহিদ হাসান দিপু।
এসময় সানফ্লাওয়ার একাডেমির অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, বেলকুচি থানা বিএনপির সদস্য এবাদুর রহমান রাজা, থানা বিএনপির সদস্য হাফিজ শেখ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বাবলু ফকির, তামাই অগ্রণী সংসদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইউসুফ আলী সেখ, ইউপি সদস্য শাহ আলম মন্ডলসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ ও হাজার হাজার দর্শনার্থী, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মতামত