অপরাধ

কুড়িগ্রামের কচাকাটায় ২০০ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার

কুড়িগ্রামের কচাকাটায় ২০০ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৪১

কুড়িগ্রামের কচাকাটায় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১:১০ ঘটিকায় কচাকাটা থানা পুলিশের একটি টিম কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকা থেকে মাদক কারবারি হাবিবুর রহমান (২৫) ও মোঃ মিজানুর রহমান (৩০) কে গ্রেফতার করে। তারা কচাকাটা থানার ছনবান্ধা খালিশাকুড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, মাদক নির্মূলের উদ্দেশ্যে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।