সারাদেশ

কোম্পানীগঞ্জে শুরু হচ্ছে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট

কোম্পানীগঞ্জে শুরু হচ্ছে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট। আগামী ৬ ফেব্রুয়ারি চরফকিরা একাদশ ও একতা সংঘ উত্তর মুছাপুরের ম্যাচের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছেন আমেরিকা প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন সোহেল এবং আবু নাছের রিয়াদ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে এক আনন্দঘন পরিবেশে ম্যাচ নির্ধারণী লটারি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে অংশগ্রহণকারী দলগুলোর টিম ম্যানেজার, কোচ, টিম মালিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলনমেলা বসে। টুর্নামেন্টে ফেনী ও নোয়াখালী অঞ্চলের ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে।

ম্যাচ নির্ধারণী লটারির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম মেম্বার এবং সঞ্চালনা করেন শাহ জালাল ইমন। আয়োজক কমিটির উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনসুরুল হক বাবর অনুষ্ঠানে তার উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের অনুপ্রাণিত করে এবং সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই কাজ করছি। আমাদের তরুণদের সঠিক পথে রাখতে এবং ক্রীড়া সংস্কৃতি বিকাশে এ ধরনের প্রতিযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে। প্রত্যেকে মিলে সুশৃঙ্খলভাবে, সৌহার্দ্য বজায় রেখে টুর্নামেন্ট শেষ করার আহ্বান জানাই।

এই আয়োজনে ম্যাচ নির্ধারণী ড্রয়ের কুপন তোলেন ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহেদুর রহমান রাজন ও খেলা আয়োজক কমিটির সদস্য আনোয়ার হোসেন রুমন।

টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই এই আয়োজন।