মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে ভাষা পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হওয়া এই পদযাত্রা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়, যেখানে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পদযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
ভাষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভাষা কেবল মানুষের মৌলিক অধিকার নয়, এটি আমাদের সামাজিক পরিচয়ের গুরুত্বপূর্ণ বাহন। ভাষার মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয় এবং পারস্পরিক বিভেদ দূর করতে পারে। আমাদের মাতৃভাষা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যা বাঙালির ভাষা আন্দোলনের ইতিহাসকে গৌরবান্বিত করেছে।
তিনি আরও বলেন, যারা আমাদের ভাষাকে মর্যাদার আসনে বসিয়েছেন, সেই সব ভাষা শহিদদের অবদান সম্পর্কে তরুণ প্রজন্মকে জানতে হবে এবং তাদের আদর্শকে ধারণ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা।
ভাষাবিজ্ঞান বিভাগ প্রতি বছর এই ভাষা পদযাত্রার আয়োজন করে, যা শিক্ষার্থী ও শিক্ষক মহলে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে। ভাষা শহিদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জাতীয় সংগীত পরিবেশন করেন এবং শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান।
এই আয়োজন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
মতামত