ছবি : বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন যমুনা সাংবাদিকে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয়। ভাঙচুর করা হয়েছে তার মোবাইল ফোন ও ক্যামেরা। শুক্রবারের এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- ঈগলু আইসক্রিমের স্টোর সহকারী সাকিব হোসেন (২৭), মার্কেটিং ম্যানেজার মবিন হাসান (২৬) ও ট্রেড সেলস ম্যানেজার বায়েজীদ হাসান (৩১)।
জানা গেছে, টিকিট না কেটেই বাণিজ্য মেলায় ঢুকতে চান ঈগলু আইসক্রিম স্টলের এক কর্মচারী। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতি হয় তার। ঘটনা শুনে সেখানে যান জয় ও ক্যামেরাপারসন জুলহাস। ভিডিও করতে গেলে ঈগলুর ১৫ থেকে ২০ জন কর্মচারী তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে চালায় হামলা। জয়কে এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা। হাতাহাতির ঘটনা ধারণকৃত মোবাইল ফোন ও ক্যামেরা ভাঙচুর করে।
এ সময় সাংবাদিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ হামলার শিকার জয়কে উদ্ধার করে। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর ঈগলু আইসক্রিমের স্টল বন্ধ করে দেয় পুলিশ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) সালাউদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত