অপরাধ

বোয়ালমারীতে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক ৮ যুবক

বোয়ালমারীতে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক ৮ যুবক

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৫, ভোর ৩:০৩

ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের শেলাহাটি গ্রামে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে ৮ যুবক। স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোররাতে মুরাদ শেখের বাড়ি থেকে দুটি গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসী চোরদের ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে শেকল, তালা কাটা সরঞ্জাম, কাতানী ও শাবল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের আরিফ শেখ, রিয়াজ মোল্যা, আল আমিন, রোকমান মোল্যা ও আকাশ মোল্যা; আলফাডাঙ্গার বুরাইচ গ্রামের সাদ্দাম শেখ; নড়াইলের লোহাগড়ার রোমান মিয়া এবং ঠাকুরপুর গ্রামের ভ্যানচালক আলতু খা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গেলাম রসুল জানান, আটককৃতদের গরু চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানো হয়েছে।