বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি'র আয়োজনে এক দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে।
এ সভায় সভাপতিত্ব করেন সলিডারিটি এনজিওর নির্বাহী পরিচালক এস.এম. হারুন অর রশীদ লাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) উত্তম কুমার রায়, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিনিধি এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোরশেদ বদরুন্নেছা (বীথি)।
অবহিতকরণ সভায় জানানো হয় যে, ব্রেড ফরদ্যা ওয়াল্ডের অর্থায়নে চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ১৮টি ইউনিয়নে ৩,৬০০ পরিবারকে অন্তর্ভুক্ত করে এসএফএসসিপি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পটি ২০২৪ সালের ১লা জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ৩ বছর মেয়াদী কাজ করবে।
মতামত