অপরাধ

নরসিংদীর রায়পুরায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, রাত ১০:০৭ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, রাত ১০:১০

নরসিংদী জেলার রায়পুরা থানা পুলিশ দুটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ এ তথ্য জানান।

এ ঘটনায় পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর এলাকার আবু সাত্তারের ছেলে মো: আকাশ (২৮) এবং নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার ফজলু মিয়ার ছেলে মো: রাসেল (৩০)।

রায়পুরা থানার উপপরিদর্শক কাজী কামাল মিয়া জানান, সঙ্গীয় ফোর্সসহ রাতে রাত্রিকালীন দায়িত্ব পালনকালে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, দুই যুবক অস্ত্রসহ সিএনজি অটোরিকশা দিয়ে নরসিংদী থেকে রায়পুরার দিকে যাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ আশারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ সিএনজি অটোরিকশাটি থামানোর সংকেত দিলে দুই যুবক পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ বলেন, গ্রেপ্তারের পর রায়পুরা থানায় অস্ত্র ও গুলিসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মো: রাসেল এর আগেও অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯টি মামলা রয়েছে।