রংপুর মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রংপুর মহানগর বিএনপি'র সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
এডভোকেট মাহফুজ উন নবী ডন তার বক্তব্যে বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারের শীতেও বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও জানান, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ।
এডভোকেট ডন বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দেশের মানুষের কথা চিন্তা করতেন এবং সর্বশক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়াতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশের মানুষের দুঃখ-দুর্দশায় সবসময় পাশে দাঁড়াতেন, তবে বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করি।
শীতার্তদের মাঝে বিতরণকৃত কম্বল পেয়ে তারা খুশি হয়েছেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন।
মতামত