সারাদেশ

শ্যামনগরের গাবুরার মেগা প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ

শ্যামনগরের গাবুরার মেগা প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৪৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। 

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে কলবাড়ী আকাশলীনা ইকোপার্ক পরিদর্শন শেষে তিনি স্পিডবোটে সুন্দরবন সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ব্লক তৈরি, খাল খনন, রাস্তা নির্মাণ এবং কালভার্ট নির্মাণসহ প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় তাদের দুর্ভোগ বাড়ছে। তারা জানান, একাধিকবার সময় বাড়ানোর পরেও কাজের গতি ধীর। ১,০৪০ কোটি টাকা ব্যয়ে গাবুরার এই টেকসই বেড়িবাঁধ প্রকল্পের মাত্র ১৫-২০% কাজ সম্পন্ন হয়েছে এবং কাজের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা। স্থানীয়রা দ্রুত কাজ শেষ করার দাবি জানান।

পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ সচিব কলাগাছি পর্যটনকেন্দ্র এবং দোবেকী ফরেস্ট অফিস ভ্রমণ করেন। এর আগে, সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলার মৌতলা বাসস্ট্যান্ডে ইউএনও মোছা. রনি খাতুনের নেতৃত্বে সরকারি কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করেন এবং বংশীপুর শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি রেজাউল হক পিপিএম, পাউবোর নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয়দের অভিযোগ ও দাবি শোনা শেষে মন্ত্রিপরিষদ সচিব সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।