সারাদেশ

রহনপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা পুলি উৎসব

রহনপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা পুলি উৎসব

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:১৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে গ্রামবাংলার ঐতিহ্যপূর্ণ পিঠা পুলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও পৌষ মাসে নবান্ন উৎসবের আয়োজন করা হয়, যা স্থানীয়দের জন্য এক বিশেষ দিন হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী রহনপুর পৌর এলাকার বাবুরঘোন মহল্লায় এই উৎসবের আয়োজন করা হয়। উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগমের নেতৃত্বে এই উৎসবটি অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

উৎসবের দিনটি ছিল একটি আবেগপূর্ণ অনুভূতি। স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতি বছর তিন কেজি করে ধান সংগ্রহ করে, যা দিয়ে পিঠা-পুলি তৈরি করা হয়। অতিথিরা পিঠা পুলি খেতে এসে আনন্দে মেতে ওঠেন, আর ছাত্র-ছাত্রীরা গ্রামবাংলার ঐতিহ্যবাহী গান গেয়ে উপস্থিত সকলকে আনন্দ দেন।

গ্রামে ঢেঁকি ও যঁতার শব্দে ভরে উঠেছিল পরিবেশ, যেখানে স্থানীয় নারী-পুরুষ সবাই একসঙ্গে পিঠা তৈরি ও নাচ-গানে মেতে উঠেছিলেন। উৎসবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই ঐতিহ্যপূর্ণ পিঠা উৎসবের উদ্যোক্তা মমতাজ বেগম জানান, তার নানা-নানীরা বহু বছর ধরে এ ধরনের পিঠা পুলি তৈরি করে গ্রামবাসীদের দাওয়াত করতেন। সেই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর ছাত্র-ছাত্রীদের নিয়ে এ উৎসব পালিত হয়ে আসছে।

এ বছর, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা উৎসবে অংশগ্রহণের মাধ্যমে উৎসবটিকে আরও উজ্জ্বল করে তুলেছেন।