টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পূর্বে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব উপস্থিত মুসল্লিদের কাছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি তিনি ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জুমার নামাজ শেষে তিনি নির্মাণাধীন আটিয়া মামুদপুর হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
পরে মামুদপুর উত্তর পাড়া মার্কেটে সাংবাদিক মো. রুবেল মিয়ার ব্যক্তিগত অফিসে আয়োজিত মধ্যাহ্নভোজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, সাবেক বিআরডিবির চেয়ারম্যান হাজী সোরহাব, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য ফেরদৌসুর রহমান, আনাইতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জজ, টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাসান লিটন, গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শপথ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক মো. রয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দুলাল মিয়া, সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মনজুর রহমান মজনু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, উপজেলা যুবদল নেতা হারিজ মিয়া প্রমুখ।
মতামত