সারাদেশ

সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৮

সন্দ্বীপে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে অভিনন্দনপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।

পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী সখিনা খাতুন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হান্নান, মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মন্নান, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, বাউরিয়া গোলাম খালেক একাডেমির সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপ শাখার সাবেক সাধারণ সম্পাদক শরফুল আজাদ এবং নিজেরা করি’র অঞ্চল প্রধান মতিয়ার রহমান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সন্দ্বীপ সরকারি হাজী আবদুল বাতেন কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো. হাসান।

অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামীর শিক্ষা ও কর্মজীবনে সাফল্য কামনা করেন।