সাহিত্য সংগঠন ‘নোঙর’ এর আয়োজনে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির এক মনোমুগ্ধকর সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই ‘নোঙর কবিতা সন্ধ্যা’ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি যুধিষ্ঠির কর্মকার, আর সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উত্তরণ পাবনা (সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, ঈশ্বরদী মহিলা অনার্স কলেজের বাংলা বিভাগের প্রধান মোসা. শাহিদা খাতুন, ‘নোঙর’ এর সমন্বয়কারী আতাউর রহমান পাতা, রুহুল আমিন, আতিক প্রমুখ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন ‘উত্তরণ পাবনা’র সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, যুগ্ম সম্পাদক রুদ্র বিশ্বাস, সহ-সাহিত্য সম্পাদক কবি সৈয়দা সোনিয়া খাতুন, প্রচার সম্পাদক মিম ফয়সাল।
এছাড়া ‘নোঙর’ এর সদস্য কবি রোকসানা পারভীন, সেলিম আহমেদ, শাহনাজ পারভীন প্রমুখ কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানে ঈশ্বরদী বাজারের প্রবেশমুখে ভাষাসৈনিক মাহাবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ ভেঙে গণশৌচাগার নির্মাণের তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা ফেব্রুয়ারি মাসের মধ্যে স্মৃতিমঞ্চ পুনঃনির্মাণের দাবি জানান।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন ‘নোঙর’ এর মুখ্য সমন্বয়কারী সহকারী অধ্যাপক হাসানুজ্জামান।
মতামত