প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গার ১৪ নম্বর চরবস্তি এলাকায় হযরত ফজল আমিন শাহ্ (রাঃ)-এর বার্ষিক ওরশ শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এশার নামাজের পর ৪১ নম্বর ওয়ার্ড কর্তৃক গঠিত মিলাদ পরিচালনা কমিটির উদ্যোগে এ আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।
দুপুর থেকেই ভক্তরা মাজার জিয়ারত করেন এবং মিলাদ, হামদ-নাত পরিবেশন করেন। মাহফিলে আমন্ত্রিত অতিথিরা ইসলামের বিভিন্ন দিক, কুরআনের তাফসির এবং হযরত ফজল আমিন শাহ্ (রাঃ)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। মিলাদ পরিচালনা কমিটির উপদেষ্টাসহ এলাকার বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
ওরশ পরিচালনা কমিটির মধ্যে ছিলেন সভাপতি মোহাম্মদ আলী আকবর কোম্পানি, সহ-সভাপতি মোহাম্মদ জামাল, মোহাম্মদ জামান কন্ট্রাক্টর, ইয়াছিন আজাদ, মোহাম্মদ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিব, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফোরকানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ওরশ শরীফ উপলক্ষে তিন দিনব্যাপী মেলারও আয়োজন করা হয়, যেখানে ধর্মীয় ও সামাজিক নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মতামত