অপরাধ

ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, দুপুর ১২:১১ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, দুপুর ১২:১৯

ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, চার হাজার নগদ অর্থ এবং একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক-এর দিকনির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে ভোলা সদর মডেল থানাধীন উত্তর ইলিশা বাঘার হাওলা ৫নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কাজল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জাহাঙ্গীর সিকদারের বাড়ির সামনে রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী মো. আরিফ (৩০)-কে গ্রেফতার করেন। 

আটককৃত আসামির বাবার নাম জাহাঙ্গীর সিকদার ও মায়ের নাম রেবু বেগম। তিনি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের উত্তর ইলিশা বাঘার হাওলা ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।