প্রয়াত সাংবাদিক এম আনোয়ারুল হক-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাব একটি স্মরণসভা আয়োজন করে। ভাষা সৈনিক এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সহ-সম্পাদক এম আনোয়ারুল হক ছিলেন এক সৎ, নির্ভীক এবং সাহসী সাংবাদিক।
তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আন্দোলন ও সংগ্রামে পূর্ণ। ভাষা আন্দোলন, ভুট্টা আন্দোলনসহ বিভিন্ন জাতীয় আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সাংবাদিকতার পাশাপাশি, তিনি সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক অবদান রেখেছেন এবং পেশাগত জীবনে বহুবার কারাবরণ করলেও কখনো নিজের বিশ্বাস ও নীতিতে কখনও ছাড় দেননি।
বৃহস্পতিবার রাতের স্মরণসভায়, পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।
স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, এনটিভি ও সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার আঁখিনুর ইসলাম রেমন, এবং আনোয়ারুল হকের একমাত্র ছেলে সুশোভন হক টুটুলসহ বহু বিশিষ্ট ব্যক্তিরা তাঁর অবদান স্মরণ করেন।
অনুষ্ঠানে পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে, প্রয়াত সাংবাদিক আনোয়ারুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালিত হয়।
মতামত