\'লাখো তরুণের বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ\'—এ গানে মুখরিত হয় ময়মনসিংহ নগরী। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান দিনভর নগরজুড়ে চলেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে সুসজ্জিত ট্রাকে সঙ্গীতশিল্পীরা ময়মনসিংহ সদর উপজেলা থেকে সঙ্গীত পরিবেশন শুরু করে। পরে দুপুরে জেলা পরিষদের সামনে এসে পৌঁছালে, ভিডিও কলের মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, ভ্রাম্যমাণ এ সঙ্গীতানুষ্ঠান ময়মনসিংহের মানুষের মাঝে তারুণ্যের জয়গান পৌঁছে দিচ্ছে। শিল্পীরা গানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ত্যাগ, তিতিক্ষা ও স্বপ্নের কথা তুলে ধরছেন।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, সহকারী তথ্য অফিসার রুকুনুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
এরপর, ভ্রাম্যমাণ লাল-সবুজ ট্রাকটি জেলা প্রশাসন কমপ্লেক্স, রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, কাঁচিঝুলি মোড়, ব্রিজ মোড়, টাঙ্গাইল বাস স্ট্যান্ড, খাগডহর, রহমতপুর বাইপাস, ত্রিশাল বাসস্ট্যান্ড, ঢাকা বাইপাস, দীঘারকান্দাসহ নগরীর বিভিন্ন জনবহুল স্থানে সঙ্গীত পরিবেশন করে।
দিনব্যাপী এই আয়োজনে জনমনে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। তরুণরা উচ্ছ্বাস প্রকাশ করে সংগীতানুষ্ঠান উপভোগ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারিত করা হবে।
মতামত