অপরাধ

আশুলিয়ায় ৬টি ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা

আশুলিয়ায় ৬টি ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, রাত ১০:৪৭

আশুলিয়ায় বায়ুদূষণকারী ৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে এসব ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন জানান, ওই এলাকায় আইনের তোয়াক্কা না করে বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা স্থাপন করে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। 

অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পিবিসি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একইভাবে এস আর এম ব্রিকসের কিলনের আংশিক অংশ ভেঙে ৬ লাখ টাকা জরিমানা, ওরিন ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ৬ লাখ টাকা, হালাল ব্রিকসকে বন্ধ ঘোষণা করে ৬ লাখ টাকা, নিউ ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিলনের আংশিক অংশ ভেঙে ৬ লাখ টাকা এবং আর ই এস ব্রিকসের কার্যক্রম বন্ধ করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম মনজুর-উল আলম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়। অভিযানের সময় বাংলাদেশ পুলিশ, র‍্যাব-৪ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। তারা সবাইকে পরিবেশ সুরক্ষায় সরকারের নিয়ম মেনে ইটভাটা পরিচালনার আহ্বান জানান।