অপরাধ

কুড়িগ্রাম সদরে ১টি ও চিলমারীতে ৪টি অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, কার্যক্রম বন্ধ

কুড়িগ্রাম সদরে ১টি ও চিলমারীতে ৪টি অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, কার্যক্রম বন্ধ

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, রাত ১০:৩৮

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সদর ও চিলমারীতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিকেলে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর আরাজী পলাশবাড়ীতে মেসার্স এ এম বি ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনার দায়ে ভাটার কিলন (চুল্লি) ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আরিফুল ইসলাম। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে চিলমারী উপজেলায় চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অনুমোদনহীনভাবে পরিচালিত হওয়ায় খরখরিয়ার মেসার্স ওসমান সাফাত ব্রিকস, মৌজাখানার মেসার্স এস এন ব্রিকস, মাচাবান্দার মেসার্স এস টি ব্রিকস এবং কিসমতবানুর ওয়ারেস ব্রিকস-এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

চিলমারীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সবুজ কুমার বসাক। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।