‘সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে নাটোরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিশেষ সার্ভিল্যান্স (নজরদারি) অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের নিম্নমানের হেলমেট বিক্রি থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি লিফলেট বিতরণ করে ক্রেতাদের মানসম্মত বিএসটিআই অনুমোদিত হেলমেট কেনার বিষয়ে সচেতন করা হয়।
বিক্রেতাদেরও পরামর্শ দেওয়া হয় যেন তারা আমদানিকারকদের কাছ থেকে বিএসটিআইয়ের লাইসেন্স বা ছাড়পত্র সংগ্রহপূর্বক সংরক্ষণ করেন এবং অনুমোদিত হেলমেট বিক্রি করেন।
নাটোর শহরের কানাইখালির জুম্মা অটোজ, গাংচিল অটোজ, লিটন অটোজ, সজিব মটরস, বলাড়িপাড়ার গণি অটোজ এবং বড় হরিশপুরের রাইতা অটোজসহ বিভিন্ন হেলমেট বিক্রয় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
এই বিশেষ অভিযান পরিচালনা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মতামত