সারাদেশ

ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:২০ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:২১

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়।