ভোলা সদর উপজেলায় মায়ের অগোচরে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে রাফিয়া আক্তার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর শিপলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফিয়া ওই এলাকার নিজাম উদ্দিন হাওলাদার বাড়ির মো. রাসেলের মেয়ে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রাফিয়ার মা তন্নী বেগম ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাসন ধোয়ার জন্য বাড়ির পাশের পুকুরে যান। ধোয়া শেষে ঘরে ফিরে এসে দেখতে পান, শিশু রাফিয়া নিখোঁজ।
অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মতামত