সারাদেশ

সিরাজগঞ্জে দেরাজ উদ্দিন করিমন নেছা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে দেরাজ উদ্দিন করিমন নেছা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:১৮ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:৫০

সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতীর অন্যতম বিদ্যাপীঠ দেরাজ উদ্দিন করিমন নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে এই প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় ৬০০ মিটার, ৪০০ মিটার, ২০০ মিটার দৌড়, বালিশ পাচার, মোরগ যুদ্ধ, রশি ঘুরানো, সুচে সুতা পরানো, বিস্কুট দৌড়, অঙ্ক দৌড়, ৮০০ মিটার দৌড় ও যেমন খুশি তেমন সাজসহ প্রায় ২০টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী ও অতিথি প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মঞ্জুর হাসান মাহমুদ খুশির। তবে ব্যস্ততার কারণে তিনি অংশ নিতে পারেননি। তাঁর পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুর আলম তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়সাল হাসান মাহমুদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন রেজা এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম সেখ, হেলাল সেখ, সহকারী প্রধান শিক্ষিকা নার্গিস পারভীন, সহকারী শিক্ষক আব্দুল মোনাইম, জামাল উদ্দিন সেখ, আব্দুস ছামাদ সেখ, রাবেয়া খাতুন,  মোজিবুর রহমান সেখ, উম্মে সালমা, জাহাজ্ঞীর আলম, কানাই লাল পাল, আবু মোস্তফা আল মামুন তালুকদার, নাসির উদ্দিন ও হজরত আলী সহ প্রমুখ।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার ও শিক্ষকদের সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক জাহাজ্ঞীর আলম, আর সার্বিক পরিচালনায় ছিলেন রাবেয়া খাতুন।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের দাবি, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করা হলে শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সাবেক সিরাজগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মঞ্জুর হাসান মাহমুদ খুশি তাদের মরহুম দাদা-দাদি দেরাজ উদ্দিন ও করিমন নেছার নামে প্রতিষ্ঠা করেন।