সারাদেশ

সন্দ্বীপে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উপলক্ষে পুরস্কার বিতরণ সম্পন্ন

সন্দ্বীপে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উপলক্ষে পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:০২

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা কমপ্লেক্সের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মাইফুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মানস নন্দী এবং উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক। তিনি বলেন, "শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং নতুন প্রযুক্তির প্রতি আগ্রহী করে গড়ে তুলতে এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার গুরুত্ব অনেক।"

এ বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সরকারি হাজী আবদুল বাতেন কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করে মুস্তাফিজুর রহমান কলেজ এবং তৃতীয় স্থান লাভ করে সাউথ সন্দ্বীপ কলেজ। স্কুল পর্যায়ে প্রথম হয় সন্দ্বীপ আনন্দ পাঠশালা, দ্বিতীয় স্থান অধিকার করে মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের বিজ্ঞান চর্চার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।