চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় দৈনিক গণমুক্তি পত্রিকার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি ও সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব শাহীন আকতার, এবং সঞ্চালনা করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ও সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিপন আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু, দৈনিক গণমুক্তি পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি জিয়াউল হক, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক গণমুক্তি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। আগামীতেও দৈনিক গণমুক্তি পত্রিকা দেশ ও জাতির স্বার্থে লেখনির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
আলোচনা শেষে দৈনিক গণমুক্তির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত