সারাদেশ

আত্রাইয়ে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আত্রাইয়ে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:৫৫

নওগাঁর আত্রাইয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে এ কম্বল বিতরণ করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার স্টেশন চত্বরে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, বিএনপি বরাবরই অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন।