সারাদেশ

সন্দ্বীপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

সন্দ্বীপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, দুপুর ১:৩৬

চট্টগ্রামের সন্দ্বীপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২৫-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সন্তোষপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার পালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান সুজন। 

এছাড়াও আনসার ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ (১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত) শেষে ৪৩ জন সদস্যকে প্রশিক্ষণোত্তর সনদ প্রদান করা হয়।