রাজনীতি

তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে স্বস্তির নিঃশ্বাস

তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে স্বস্তির নিঃশ্বাস

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, দুপুর ১২:০৭

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কাউন্সিল সম্মেলন নিয়ে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্ব ও উত্তেজনার অবসান ঘটতে শুরু করেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে। 

সম্মেলনের তারিখ নিয়ে চলমান বিভক্তির জেরে এক পক্ষ লাঠি মিছিল করেছিল, অন্য পক্ষ মশাল, ঝাড়ু ও জুতা মিছিলের মাধ্যমে সম্মেলনের বিরোধিতা জানিয়েছিল। 

দুই দফা পেছানোর পরও তৃতীয়বারের মতো সম্মেলন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে, তারেক রহমানের নির্দেশনায় বিরোধিতাকারী পক্ষ সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।

দুই দফায় পেছানোর পর, আগামী ১লা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রায় এক দশক পর হতে যাওয়া এই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণের কথা থাকলেও, শেষ পর্যন্ত তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ভোট ছাড়াই নেতৃত্ব নির্ধারণ করা হবে। এ সংক্রান্ত আলোচনা দলটির ভারপ্রাপ্ত মহাসচিবসহ জেলা বিএনপির এক নেতার সঙ্গে লন্ডন থেকে প্রায় এক ঘণ্টা ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান চূড়ান্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি মূলত দুটি ভাগে বিভক্ত ছিল। বর্তমান কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান ও সিরাজুল ইসলাম নেতৃত্বে থাকলেও তাদের পেছনে সমন্বয়কের ভূমিকায় ছিলেন কবির আহমেদ। 

অপরদিকে, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বাধীন অংশের সমর্থনে ছিলেন কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। কেন্দ্রীয় বিএনপি ঢাকায় দুই পক্ষকে একত্রিত করে সমঝোতার চেষ্টা করলেও তাতে সফল হয়নি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ে সমাধান আসেনি বলেই সরাসরি হস্তক্ষেপ করেছেন তারেক রহমান। তার নির্দেশনার পর দুই পক্ষই ঐক্যমতে পৌঁছেছে এবং সম্মেলন সফল করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। দলের নেতারা জানিয়েছেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সম্মেলন সম্পন্ন করা হবে এবং পরবর্তী দিকনির্দেশনার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপের ফলে ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে চলমান উত্তেজনার অবসান ঘটতে শুরু করেছে। দীর্ঘদিনের বিভক্তি ও অনিশ্চয়তা কাটিয়ে দলটি নতুন নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।