ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র শেহমান ইসলাম গানের জগতে এক উজ্জ্বল তারকা হয়ে উঠেছেন।
ময়মনসিংহ জেলার এই প্রতিভাবান কিশোর ২০২৩ সাল থেকে ধারাবাহিকভাবে লোক, নজরুল ও আধুনিক গানে স্কুলের চ্যাম্পিয়ন ও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিজের জায়গা ধরে রেখেছেন।
শেহমানের অর্জন শুধু স্কুল পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং তিনি জাতীয় পুরস্কার অর্জন করে প্রমাণ করেছেন তার সংগীত প্রতিভার গভীরতা। পাশাপাশি উপস্থাপনাতেও রয়েছে তার দক্ষতা। সামাজিক সংগঠন "বিডি চাইল্ড ট্যালেন্ট"-এর নিয়মিত শো উপস্থাপনা করে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
সংগীতের পাশাপাশি অভিনয়েও পারদর্শী শেহমান। ঢাকার নামকরা প্রতিষ্ঠানগুলোতে লাইভ সংগীত পরিবেশন করেছেন তিনি। তার গাওয়া একাধিক গান ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তরুণ এই গায়ক ও উপস্থাপকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে সংগীতপ্রেমীরা।
মতামত