ভোলায় বাস মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘট জেলা প্রশাসকের হস্তক্ষেপে ২৪ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সমঝোতা বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন, সিএনজি মালিক সমিতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাস মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়, সিএনজি স্টেশনটি বাস স্ট্যান্ড থেকে সরিয়ে হ্যালিপ্যাড সড়কে নেওয়া হোক। উভয় পক্ষের মতামত শুনে জেলা প্রশাসক সিএনজি মালিকদের হ্যালিপ্যাড সড়ককে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন এবং পৌরসভার পক্ষ থেকে সেখানে লাইটিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
বৈঠক শেষে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে, মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এসময় দুটি বাস ও আটটি সিএনজিতে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তবে কোনো পক্ষ অভিযোগ না করায় পুলিশ আইনি ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
মতামত