সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের কম্বল বিতরণ

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, রাত ১০:৫১

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখা।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা শহরের বড় ইন্দারা মোড়স্থ ব্যাংকের শাখা অফিসকক্ষে প্রায় দুই শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাঃ হযরত আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার অপারেশান বিপুল কুমার পাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিন, এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই উদ্যোগের মাধ্যমে শীতকালীন শীতল আবহাওয়ায় অসহায় মানুষের মাঝে সহানুভূতি এবং সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।