অপরাধ

ময়মনসিংহে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

ময়মনসিংহে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, রাত ৯:৩৬

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মো. ফারুক আহম্মেদ সংগীয় ফোর্সসহ ২৮ জানুয়ারি রাত ৮টা ১৫ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। 

গ্রেফতারকৃতরা হলেন— মো. ইয়াছিন (২৭), মো. মফিদুল ইসলাম (২৯) ও মো. বিল্লাল (৩৫)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, এসআই (নিঃ) রাজীব তালুকদার সংগীয় ফোর্সসহ একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভালুকা থানাধীন কাঠালী মশা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. স্বপন ঢালী (৪৫) নামে আরও একজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ময়মনসিংহ ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।