শিক্ষাঙ্গন

ইবিতে বিভাগের নাম পরিবর্তনের পক্ষে-বিপক্ষে মুখোমুখি শিক্ষার্থীরা

ইবিতে বিভাগের নাম পরিবর্তনের পক্ষে-বিপক্ষে মুখোমুখি শিক্ষার্থীরা

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:০০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। এক পক্ষ বিভাগটির বর্তমান নাম বহাল রাখার দাবি জানিয়েছে, অন্য পক্ষ নাম পরিবর্তন করে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ করার দাবি তুলেছে। 

এই ইস্যুতে বুধবার (২৯ জানুয়ারি) দুই পক্ষই পৃথক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ‘সচেতন শিক্ষার্থী’ ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে একদল শিক্ষার্থী, যারা বিভাগটির নাম অপরিবর্তিত রাখার পক্ষে। 

তাদের দাবি, জিওগ্রাফি পিএসসিতে নিবন্ধিত একটি বিষয়, কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোনোভাবেই পিএসসি অনুমোদিত নয়। ফলে নাম পরিবর্তন হলে বিসিএস (শিক্ষা) সহ অন্যান্য সরকারি চাকরিতে আবেদন করা সম্ভব হবে না।

অন্যদিকে, নাম পরিবর্তনের দাবিতে বেলা ১১টার দিকে মানববন্ধন করেন বিভাগের আরেক দল শিক্ষার্থী। 

তাদের অভিযোগ, আগে বিভাগের নাম ছিল ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি’, কিন্তু প্রশাসন আইনবহির্ভূতভাবে শিক্ষার্থীদের স্বাক্ষর জাল করে বিভাগের নাম পরিবর্তন করেছে। 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় বিষয়টি সুরাহা না হলে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হবে।

শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান দেখে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম। প্রশাসন আশ্বাস দিলে উভয় পক্ষ কর্মসূচি স্থগিত করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। 

পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।