পিরোজপুর জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত দালালরা হলেন রাজিব মন্ডল (২২) ও রাহাত রব্বানী (২৪)।
এ সময়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই দিন কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ।
দুদক সূত্রে জানা যায়, দুদকের পাঁচ সদস্যের একটি দল আজ সকালেই পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান শুরু করে, যেখানে তারা দুজন দালালকে সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে আটক করে। পরবর্তীতে হাসপাতালের রান্নাঘর, বিভিন্ন বিভাগ এবং ঔষধের স্টোর রুমে অভিযান চালানো হয়। সেখানে খাবারের পরিমাণ এবং ঔষধের মজুদে গড়মিল পাওয়া যায়।
এছাড়া, শিশু বিভাগের ঔষধ সরবরাহ রেজিস্টারে ৪০০ পিস কডসন (১০০ মিলিগ্রাম) এবং ৩,৭২৭ পিস ট্রাইজেট (২৫০ মিলিগ্রাম) ঔষধ থাকার কথা থাকলেও সেখানে তা পাওয়া যায়নি। হাসপাতালের ঔষধ ও যন্ত্রপাতি সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশন ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার একটি চেক হাসপাতালে প্রদান করলেও হাসপাতাল কর্তৃপক্ষ ঔষধের সঠিক সরবরাহের নথি দেখায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিয়াজ মাহমুদ বলেন, এই ঘটনায় দুই দালালকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রস্তুত করা হবে এবং দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত